শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

নকিয়া মোবাইলে ফোল্ডার হাইড করুন সফটওয়্যার ছাড়াই




মোবাইলে হয়তো অনেকেরই কিছু ফোল্ডার আছে, যা একান্তই ব্যাক্তিগত। আপনারা তাই ফোল্ডার টিকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে হাইড করে রাখেন।
কিন্তু আজ আমি আপনাদের বলব কিভাবে সফটওয়্যার ছাড়াই খুবই সহজে আপনার নকিয়া ফোনে কোন ফোল্ডার হাইড করে রাখবেন। তো চলুন দেখা যাক কিভাবে করতে হবে।

প্রথমে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করুন। যে ফাইল গুলো হাইড করতে চাচ্ছেন সেগুলো copy/move করে এই ফোল্ডার রাখুন। এখন ফোল্ডার টি আপনার পছন্দ অনুযায়ী rename করুন এবং সাথে .jad যুক্ত করুন। যেমন আমি ফোল্ডার টির নাম দিয়েছি new folder.jad এবার আরও একটি ফোল্ডার ক্রিয়েট করুন এবং ১ম যে ফোল্ডার খুলেছিলেন সেই নাম দিন এবং সাথে .jar যুক্ত করুন। যেমন new folder.jar এখন দেখুন আপনার ১ম ফোল্ডার টি দেখা যাচ্ছে না!!!

এখন ১ম ফোল্ডার টি কিভাবে দেখা যাবে সেটি ভাবছেন??? এই কাজটি তো আরও সহজ! ২য় যে ফোল্ডার টি খুলেছিলেন সেটি rename করে .jar মুছে দিন। এখন দেখুন দুটি ফোল্ডার শো করছে!!! ২য় ফোল্ডার টিকে rename করে আবার .jar যুক্ত করলে ১ম ফোল্ডার টি হাইড হয়ে যাবে!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More