সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

বানান করে জাদু শিখি!!!


সকল পাঠকদের প্রতি আমার আন্তরিক ভালবাসা রেখে আমার এ খুদে ব্লগ শুরু করছিআজ বেশি কথা বলবোনা।কারন মন ভাল নেই।তাহলে চলুন দেখে নেই জাদুটা।
প্রথমে এক প্যাকেট তাস হতে ১৩টি ইষ্কাপনের তাস বের করে নিন এবার একটু সাজিয়ে নিন
এবার দেখেন আসল খেলাটি মুখে বললেন -এন- এবং প্রতিটি বর্ণের সঙ্গে একটি করে তাস উপর থেকে নিচে রাখলেন এবার বললেন One (ওয়ান) এবং উপরের তাসটি টেবিলে রেখে দেখালেন সেটিইষ্কাপনের টেক্কা ইস্কাপনের টেক্কাটি টেবিলেই থাকল এবার যাদুকর উপর থেকে একটি তাস নিচে রেখে বলরেন টি (T) এর একটি তাস উপর থেকে নিচে রেখে বললেন (W)” এবং আর একটি তাস উপর থেকে তলায় রেখে
বললেন (O)” এবার উপরের তাসটি টেবিলে সোজা করে রাখরেন এবং বললেনটু (Two)

দেখা গেল তাসটি ইষ্কাপনের দুই। এভাবে যাদুকর THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, NINE, TEN, KING, JACK, QUEEN প্রতিটি বানানা করে করে বের করলেন অর্থাৎ T-H-R-E-E প্রতিটি বর্ণ উচ্চারণের সাথে সাথে একটি করে তাস উপর থেকে নিচে রাখলেন। Tree বানান শেষ হয়ে গেলে উপরের তাসটি তলায় না রেখে টেবিলের উপর সোজা করে রাখলেন এবং দেখা গেল সেটা ইষ্কাপনের তিন। এভাবে যে তাস গুলো টেবিরে রাখা হচ্ছে সেগুলো টেবিলেই থাকবে। অবশিষ্ট তাসের উপর থেকে আবার একটি করে তাস নিচে রাখা হয় এবং একটি করে বর্ণ উচ্চারণ করা হয়। বানান সম্পূর্ণ হলে যাদুকর উপরের তাসটি টেবিলে সোজা করে দেখানো সেটি তাস যার ফোটার সংখ্যা এতক্ষণ ইংরেজিতে বানান করা হচ্ছিল। এভাবে যাদুকর ইষ্কাপনের ১৩টি তাস- বের করে দেখান


কৌশলঃপ্রথমে এক প্যাকেট তাস হতে ১৩টি ইস্কাপনের (বা অন্য যে কোন) তাস বের করে নাও এবার ১৩টি একই রঙ্গের তাস এক বিশেষ বিন্যাসে সাজাতে হবে উপর থেকে নিত পর্যন্ত বিন্যাসটি হল 3, 8, 7, A, Q, 6, 4, 2, J, K, 10, 9, 5. অর্থাৎ ১৩টি তাস উপুর করে ধরলে উপরে থাকবে 3 এবং নিচে থাকবে 5 এই হর কাজের কাজ তারপর সব সোজা প্রথমে ONE বানান করে পড় এবং প্রতিট বর্ণ উচ্চারণের সময় একটি করে তাস উপর থেকে তলায় রাখ তিনটি বর্ণ উচ্চারণের জন্য তিনটি তাস তলায় রেখে উপরের তাসটি টেবিলে রেখে সবাইকে দেখিয়ে সেটি ONE| এভাবে ONE থেকে JACK পর্যন্ত বের করে দেখান
এ খেলে দেখানোর জন্য আপনার সিরিয়াল টা মনে রাখতে হবে।একটি সহজ সূত্র দিলামসূত্রটি মনে রাখলেই সিরিয়ালটি বের করতে পারবে। সূত্রটি হল 387 এক রাজা (A) ছিল। তার একটি বিবি (Q) ছিল। ৬৪ বছর বয়সে তাদের 2 টি সন্তান হয়। একজনের নাম গোলাম (J) আর একজনের নাম সাহেব (K)  10, 9, 5 সালে তিনি মারা যানএবার মিলিয়ে নিন। comment করতে ভুলবেন না।আমদের সাথে থাকুন আর অনেক কিছু জানতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More