সকল পাঠকদের প্রতি আমার আন্তরিক ভালবাসা রেখে আমার এ ব্লগ শুরু করছি।আমি জানি অনেকেই তাদের লেখা কে PDF ফাইল
এ কনভার্ট করতে চান।আপনি জানেন কি আপনি এ কাজ টি একটি খুদে সফটওয়্যার দিয়ে করতে
পারেন ।আপনি যদি Microsoft office 2007 ব্যবহার
করে থাকেন তাহলেই পারবেন ms word এর সকল লেখা ডিজাইন সবই pdf
ফাইল এ কনভার্ট করতে পারবেন।এ সফটওয়্যার টি কে আপনি Microsoft
office এর প্লগিন বলতে পারেন। ডাউনলোড করুন
ডাউনলোড হয়ে গেলে unzip করুন এবং exe ফাইল টি কে রান করুন ।তার পর আপনার কম্পিউটার কে restart দিন । Microsoft office word এ
গিয়ে লেখা কে save as option এ গিয়ে PDF or XPS এ ক্লিক করে সেভ করুন।ok পেয়েগেলেন আপনার PDF file টি।
কেমন লাগ্ল জানাতে ভলবেন না।আমাদের সাথে থাকুন নতুন কিছু জানুন।
1 comments:
খুব দরকারি একটা সফটওয়্যার, ভাই অশেষ ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন