শনিবার, ১৬ জুন, ২০১২

EKATURER CHITHI জানি বই টি সবার দরকার!! তো নিয়ে নিন।

1971 সালে মুক্তিযুদ্ধে্র সময় ,মুক্তিযোদ্ধাদের মনের অনুভূতি,সংগ্রাম,ভালোবাসা ইত্যাদি নিয়ে তাদের লেখা কয়কয়টি চিঠি নিয়ে রচিত হয়েছে “একাত্তুরের চিঠি”।এই চিঠি গুলো মধ্যে কেউকেউ লিখেছেন তার মা বাবার কাছে ,আবার কেউ তার স্ত্রিকে,আবার কেউ বা তার প্রিয় মানুষটাকে ।আসুন সবাই মিলে বইটা পড়ি এবং জানতে চেষ্টা করি তাদের অনুভূতি গুলো ।এই সময়ের মনোভাব গুলা জানার জন্য এই বই টা সকল বাঙ্গালিই পরা উচিৎ ।আমি মনে করি এটি একটি অন্যরকম অনুভূতি ।বইটা পরে আমি অনেক মজা পেয়েছি।আশা করি আপনারাও পাবেন।তাহলে ডাউনলোড করে নিন নিচের ডাউনলোড লিঙ্ক থেকে...


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More