আমাদের প্রিয়
লেখক হুমায়ূন আহমেদ
আর
নেই।
ক্যান্সার নিয়ে
চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি
হাসপাতালে মৃত্যু
হয়েছে
তার।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.
এম
এ
মোমেন
বৃহস্পতিবার রাতে
নিউ
ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন আহমেদের মৃত্যুর খবরটি
নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়
রাত
সাড়ে
১১টার
দিকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
তিনি
বলেন,
“একটু
আগেই
তাকে
মৃত
ঘোষণা
করেছেন
চ…িকিৎসকরা।”
বাংলা
সাহিত্যের জনপ্রিয় এই
লেখকের
বয়স
হয়েছিল ৬৪
বছর।
বৃহদান্ত্রে ক্যান্সার ধরা
পড়ার
পর
গত
বছরের
সেপ্টেম্বরে চিকিৎসার জন্য
নিউ
ইয়র্কে যান
হুমায়ূন আহমেদ।
সেখানে
মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং
ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে
শুরু
করেন
তিনি।
এরপর
দুই
পর্বে
মোট
১২টি
কেমো
থেরাপি
নেওয়ার পর
গত
মাসে
বেলভ্যু হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান
ডা.
জেইন
এবং
ক্যান্সার সার্জন
জজ
মিলারের নেতৃত্বে হুমায়ূন আহমেদের দেহে
অস্ত্রোপচার হয়।
গত
তিন
দিন
ধরেও
তার
শরীর
খারাপ
ছিল
.মৃত্যর
সময়
তার
ভাই
মোহাম্মদ জাফর
ইকবাল
তার
সাথেই
ছিল
.তার
মা
আমেরিকা তে
যাওয়ার
চেস্টে
করেছিল
,তবে
ভিসা
পাননি.গামী সনিবার তার
লাস
বাংলাদেশে পাঠানো
হবে
,রবিবার
বাংলাদেশে পৈছাবে.জাতীয় মর্যাদায় দাফন
করা
হবে
তাকে
.এর
আগে
২
বার
মানহাটন এ
তার
জানাজা
হবে
।দিনটা আমার
কাছে চির স্মরণীয় হয়ে থাকলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন